আসছে শাওমির হাইপারওএস টু

৮ জুলাই, ২০২৪ ১৭:১৬  

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি আনুষ্ঠানিকভাবে তাদের অপারেটিং সিস্টেম হাইপারওএস টু এর পরীক্ষা শুরু করেছে। শাওমিটাইমের তথ্যানুযায়ী, অফিশিয়ালি তারা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে। খবর গিজমোচায়না।

প্রযুক্তিবিদদের মতে, যে গুঞ্জন উঠেছে তার কতটুকু সত্য তা এখনো নিশ্চিত নয়। শাওমিটাইম টিম জানায় হাইপারওএস টু এর পরীক্ষার তথ্য সঠিক। প্রাপ্ত তথ্যানুযায়ী অক্টোবর নাগাদ নতুন এ অপারেটিং সিস্টেম প্রকাশ্যে আসতে পারে।

শাওমিটাইমের তথ্যানুযায়ী, আনুষ্ঠানিকভাবে হাইপারওএস টুর উন্নয়নে দ্রুত কাজ চলছে। ওএসবিগভার্সন নামের একটি এক্সটেনশনের বিষয়ে শাওমির ওটিএ সার্ভারে তথ্য পাওয়া গেছে। এতে হাইপারওএসের ভার্সনসংক্রান্ত তথ্য রয়েছে। আগে এ নামের কোনো এক্সটেনশন ছিল না।

ডিবিটেক/বিএমটি